বৃষ্টির দিনে
বৃষ্টি নামলো হঠাৎ করেই। আকাশ কালো করে ঘন মেঘ জমেছে। রিমা জানালার পাশে দাঁড়িয়ে বৃষ্টির দিকে তাকিয়ে আছে।
তার হাতে এক কাপ গরম চা। বৃষ্টির শব্দ যেন মনের সব দুঃখ ধুয়ে নিয়ে যাচ্ছে। আজকের এই দিনটির জন্য সে অপেক্ষা করছিল অনেকদিন ধরে।
বৃষ্টির দিনগুলো তার সবচেয়ে প্রিয়। এই দিনগুলোতে সে লেখে বেশি, ভাবে বেশি। মনের গভীরে লুকিয়ে থাকা অনুভূতিগুলো যেন বৃষ্টির ফোঁটার সাথে সাথে বেরিয়ে আসে।
সে টেবিলে বসে তার ডায়েরি খুললো। কালকের লেখা অর্ধেক রয়ে গেছে। আজ শেষ করবে। কলমটা নিতে গিয়ে তার হাত কাঁপছিল। এই গল্পটি অনেকটা তার নিজের জীবনের মতই।
বৃষ্টি থেমে গেলে রিমা দেখলো রামধনু হয়েছে আকাশে। সাত রঙের এই সুন্দর দৃশ্য দেখে তার মনে হলো, জীবনও এমনই। দুঃখ-কষ্টের পরেই সুখ আসে।
তার হাতে এক কাপ গরম চা। বৃষ্টির শব্দ যেন মনের সব দুঃখ ধুয়ে নিয়ে যাচ্ছে। আজকের এই দিনটির জন্য সে অপেক্ষা করছিল অনেকদিন ধরে।
বৃষ্টির দিনগুলো তার সবচেয়ে প্রিয়। এই দিনগুলোতে সে লেখে বেশি, ভাবে বেশি। মনের গভীরে লুকিয়ে থাকা অনুভূতিগুলো যেন বৃষ্টির ফোঁটার সাথে সাথে বেরিয়ে আসে।
সে টেবিলে বসে তার ডায়েরি খুললো। কালকের লেখা অর্ধেক রয়ে গেছে। আজ শেষ করবে। কলমটা নিতে গিয়ে তার হাত কাঁপছিল। এই গল্পটি অনেকটা তার নিজের জীবনের মতই।
বৃষ্টি থেমে গেলে রিমা দেখলো রামধনু হয়েছে আকাশে। সাত রঙের এই সুন্দর দৃশ্য দেখে তার মনে হলো, জীবনও এমনই। দুঃখ-কষ্টের পরেই সুখ আসে।