প্রথম গল্প: একটি নতুন শুরু
সকালবেলা রাহুলের চোখ খুললো পাখির ডাকে। জানালার বাইরে আকাশটাকে দেখে সে মুগ্ধ। আজ থেকে তার লেখালেখির জগতে পা রাখার দিন। অনেকদিন ধরে সে ভেবেছে গল্প লিখবে।
কম্পিউটার খুলে সে বসে গেল। কি লিখবে তা ভেবে পাচ্ছিল না। হঠাৎ তার মনে পড়লো ছোটবেলার একটি ঘটনা। সেদিন বৃষ্টিতে ভিজতে ভিজতে স্কুল থেকে ফেরার সময় সে একটি ছোট্ট কুকুরছানাকে রাস্তার পাশে পড়ে থাকতে দেখেছিল। কুকুরছানাটি ঠাণ্ডায় কাঁপছিল।
রাহুল তার স্কুল ব্যাগ থেকে টিফিনের একটি বিস্কুট বের করে ছানাটিকে দিল। ছানাটি বিস্কুটটি খেয়ে তার দিকে কৃতজ্ঞ চোখে তাকিয়ে ছিল। এই ছোট্ট ঘটনাটি তাকে গভীরভাবে নাড়া দিয়েছিল।
এই ঘটনাটিকেই সে তার প্রথম গল্পের বিষয়বস্তু বানালো। আঙুলগুলো কি বেগে চলে গেল কীবোর্ডের উপর। শব্দগুলো যেন আপনাআপনি বেরিয়ে আসতে লাগলো।
কম্পিউটার খুলে সে বসে গেল। কি লিখবে তা ভেবে পাচ্ছিল না। হঠাৎ তার মনে পড়লো ছোটবেলার একটি ঘটনা। সেদিন বৃষ্টিতে ভিজতে ভিজতে স্কুল থেকে ফেরার সময় সে একটি ছোট্ট কুকুরছানাকে রাস্তার পাশে পড়ে থাকতে দেখেছিল। কুকুরছানাটি ঠাণ্ডায় কাঁপছিল।
রাহুল তার স্কুল ব্যাগ থেকে টিফিনের একটি বিস্কুট বের করে ছানাটিকে দিল। ছানাটি বিস্কুটটি খেয়ে তার দিকে কৃতজ্ঞ চোখে তাকিয়ে ছিল। এই ছোট্ট ঘটনাটি তাকে গভীরভাবে নাড়া দিয়েছিল।
এই ঘটনাটিকেই সে তার প্রথম গল্পের বিষয়বস্তু বানালো। আঙুলগুলো কি বেগে চলে গেল কীবোর্ডের উপর। শব্দগুলো যেন আপনাআপনি বেরিয়ে আসতে লাগলো।