ফেলে আসা দিনগুলি
ফেলে আসা দিনগুলি এখনো মনের কোণে জাগে রাত্রিবেলা, হাসি-কান্না মাখানো স্মৃতি জীবনের সবচেয়ে বড় শিক্ষা। যে পথ হাঁটেছি একা একা, যে স্বপ্ন দেখেছি চোখ মেলে, সবই আজ বাক্সবন্দী স্মৃতির ঝুলিতে রেখে দিলে। ফিরে তাকালে মনে হয়, জীবনতো এক সফর মাত্র, প্রতিটি দিন নতুন পাঠ, জানায় না-জানার বারতা।