প্রভাতের আলো

02 December, 2024
প্রভাতের আলো এসে পড়ে যখন,
পাখির ডাক শুনি দূর নীড়ে,
মনে হয় জীবন নতুন করে,
যাত্রা শুরু করি আবার ফিরে।

ঘুম ভাঙে না যে চোখের পাতায়,
স্বপ্নগুলো রয়ে যায় আঁকা,
সোনালি রোদ্দুর পরশ বুলায়,
জাগে প্রাণে আশার ফুল ফোটা।

প্রতিটি সকাল নতুন বারতা,
বলো কি হারিয়ে যাবো এভাবে?
নতুন করে শুরু হোক পথ চলা,
প্রভাতের আলোয় আলোয় ভাসি।